আজ খাট চাই, কাল সেন্টার টেবিল, পরশু চাই ডাইনিং টেবিল। তারপরে একটা কাঠের সিংহাসন। হয়তো কখনো বা কোনো গয়না, কিংবা কখনো কাঁচের বাসন। কখনো চাই আসবাব পত্র, কখনো বা নতুন ফ্রিজ। আর তার পরে চাই একটা ফ্ল্যাট বাড়ি, নিজের বাড়ি বলতে পারবে এমন একটা বাড়ি। মানুষের চাহিদার অন্ত নেই, নেই তার কোনো গণ্ডি। এত বড় বড় স্বপ্ন থাকলেও, কেউ কেউ সেই স্বপ্নসাধনের উপায় হিসেবে বেছে নিয়েছে পরনির্ভরশীলতা।
যতদিন এই সমস্ত চাহিদা পূর্ন করবে তুমি, ততদিনই তোমার কদর। এর মধ্যে কোনো একটা যদি না হয়, তাহলে ভালোবাসায় অধিকার হারাবে তুমি। তুমি যদি এই ইচ্ছেপূরণের তালিকায় কখনো বাঁধ সাধলে, তাহলেই এসে যাবে মহাপ্রলয়, অশান্তি, এবং অবহেলা।
সীমিত আয়ের একটা মধ্যবিত্ত সংসারে এই সমস্ত চাহিদা পূরণের দায়িত্ব টা সহজেই পরিবারের কোনো একজনকে বয়ে নিয়ে যেতে হয়। আর এই ভারের ঠেলায়, তাঁর নিজের ইচ্ছে কখনো পূরণ হয়না।
Comments
Post a Comment